মুফতী আব্দুল হান্নান হাবীব

নাম: হযরত মাওলানা মুফতী আব্দুল হান্নান হাবীব দা. বা.
জন্ম: সোমবার ৪ মার্চ, ১৯৮৫ , গাজীপুরের কাপাসিয়া উপজেলার নলগাঁও গ্রামে।
শিক্ষা জীবন: নিজ গ্রামে মায়ের কোলই জীবনের প্রথম পাঠশালা। আলিফ. বা. তা....অ. আ. ই.. থেকে ক্লাস ওয়ানের পুরোটাই।১৯৯০ ঈসায়ী প্রাতিষ্ঠানিক পড়াশোনার হাতেখড়ি। পিতার কর্মস্থল গাজীপুরের কালিগঞ্জ থানার দক্ষিণবাগ গ্রামে। একদিকে পিতার কাছে সবায়ী মকতব কুরআন পর্যন্ত অপর দিকে দক্ষিণবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস ফাইভের শেষ পর্যন্ত । তারপর শুরু হয় ইলম অর্জনের এক সুদীর্ঘ যাত্রা। ভর্তি হোন উলূমে নববীর ঐতিহ্যের ধারক ঢাকার জামি'আ রাহমানিয়া আরাবিয়ায়। সূচনা হয় জীবনের এক নতুন অধ্যায়। ১৯৯৫ ও ১৯৯৬ ঈসায়ীতে মকতব-নাজেরা।১৯৯৮ ঈসায়ীতে হিফজুল কুরআন আর শুনানি সম্পন্ন করেন ১৯৯৯ ঈসায়ীর শেষ ভাগে। ২০০০ ঈসায়ীতে কিতাব বিভাগের পথচলা ।২০০৯ ঈসায়ীতে এই একই প্রতিষ্ঠান থেকে দাওরায়ে হাদীস ও ২০১১ ঈসায়ীতে ইসলামী উচ্চতর আইন গবেষণা তাখাসসুস ফিল ইফতা সম্পন্ন করেন। পাশাপাশি রাহমানিয়া কর্তৃক আয়োজিত ২০০৭ ঈসায়ীতে নূরানী মুআল্লিম কোর্স, ২০১০ ঈসায়ীতে ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং প্রশিক্ষণ এবং ২০১৫ ঈসায়ীতে বিণির্মাণ সামাজিক সংস্থার উদ্যোগে আয়োজিত সাংবাদিকতা কোর্স কমপ্লিট করেন।
কর্ম জীবন: প্রাকৃতিক সৌন্দর্যে অপরুপ প্রতিষ্ঠান গাজীপুর কাপাসিয়ার মাদরাসা দাওয়াতুল হক দেওনা। মাদরাসাটি মকতব থেকে মেশকাত পর্যন্ত উন্নিত। অধ্যাপনার শুরু এখানেই। তাদরীসের পাশাপাশি পালন করেন সহকারী শিক্ষা সচিবের গুরু দায়িত্ব ও মাদরাসা মসজিদে খন্ডকালীন জুমার যিম্মাদারী। ২০১৩ ঈসায়ীতে স্বীয় মুরুব্বিগণের পরামর্শে অধ্যাপনা শুরু করেন দেশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জামি'আ বাইতুল আমান মিনার মসজিদ ও ইসলামী কেন্দ্র মুহাম্মদপুর ঢাকায়। আজ প্রায় দীর্ঘ ১১ বছর নিরন্তর চলছে বাইতুল আমান মিনার মসজিদের সেই মহান যিম্মাদারী। তাছাড়া ২০১৪ থেকে ২০১৭ ঈসায়ী পর্যন্ত বাইতুস সুজুদ জামে মসজিদ পূর্ব বাড্ডা ঢাকায় জুমার যিম্মাদারী এবং ২০১৮ ঈসায়ী থেকে অদ্যাবধি মুহাম্মদিয়া জামে মসজিদ ওয়াপদা রোড, রামপুরা ঢাকায় খিতাবাতের মহান যিম্মাদারী পালন করে আসছেন। এবং ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জামি'আ রাহমানিয়া আরাবিয়া'র ফারেগ উলামায়ে কেরামের সমন্বয়ে গঠিত রাবেতায়ে আবনায়ে রাহমানিয়ার সাহিত্য ও প্রকাশনা সম্পাদকেরও যাবতীয় কার্যক্রম নিষ্ঠার সাথেপালন করে আসছেন।
মুজায: শাইখুল হাদীস মুফতী মনসূরুল হক দা. বা.